চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০জন আহত হয়েছেন। এরমধ্যে গুলিবিদ্ধ হেেছন কমপক্ষে পাঁচজন।
বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
গুলিবিদ্ধ পাঁচজন হলেন- আমির হোসেন (৫০) ও তার ছেলে মিজান (১৪), মাসুম (২৫), মুছা (৫৫) এবং জাকির হোসেন (৬৫)। আহতদেরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুপুরে পটিয়ার শোভনদন্ডীতে দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগে যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন। গণসংযোগ তিন বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। এসময় পুলিশের কাছ থেকে আটক তিনজনকে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে সংঘর্ষে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী এহছানুল হকের সমর্থকরা। এসময় কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়। ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্চিত হন পটিয়ার সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, গোলাম কাদের ও রবিউল হোসেন।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন বলেন, দুপুরে শোভনদন্ডীতে আসামি আটকের পর পুলিশের উপর হামলা চালানো হয়। তবে পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।