চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল

চট্টগ্রাম : চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইনের সঞ্চালনায় স্থানীয় পর্যটন মোটেল সৈকত ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

আলোচক ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মোতালেব চৌধুরী, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির বিভাগীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুর উদ্দিন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন খাইরুল ইসলাম কক্সী, তামাকুমন্ডী লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, বহদ্দারহাট হক মার্কেটের সভাপতি তোজাম্মেল হক পাটোয়ারী, চকভিউ মার্কেটের সভাপতি হাজী আব্দুল জব্বার, শাহেন শাহ্ শাহাজাদা মার্কেটের সভাপতি মোঃ কামাল উদ্দিন, বহদ্দারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ওমর ফারুক, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, বাংলাদেশ ফার্নিচার শিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজম খান, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ভূইয়া, ভিআইপি টাওয়ারের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী, আফমি প্লাজার সভাপতি আবেদ হোসেন, শের শাহ্ মার্কেটের সভাপতি আলী আহমদ শাহীন, মুন্নি প্লাজার সভাপতি আলীমুর রাজি রাসেল, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব জানে আলম, সদস্য সচিব মোঃ ফরিদ উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি এস.এম. আহমদ হোছাইন, আবু তালেব, সেকান্দার হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক মনসুর আলম চৌধুরী, মোঃ কামাল উদ্দিন, আবুল মনসুর, দিদার মোঃ ছাদেক, টিংকু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন লিটন, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহজাহান, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ জহির উদ্দিন, কল্লোল মার্কেটের সহ-সভাপতি হুমায়ুন কবির মানিক, মোঃ জসিম উদ্দিন, মোঃ ইসহাক, মোঃ রিপন প্রমুখ।

প্রধান অতিথি মাহবুবুল আলম বলেন, প্রস্তাবিত বাজেটের ভ্যাট ও আয়কর বিষয়ে ইতিমধ্যে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, চট্টগ্রাম মহানগরীতে হকার কর্তৃক ফুটপাত দখলের কারণে জনসাধারণের চলফেরা ও নগরীর সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। ঢাকার মত চট্টগ্রামেও হকারদের পুনর্বাসনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিটি মেয়রের প্রতি তিনি আহ্বান জানান।