সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কর্ণফুলীতে ইয়াবাসহ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

প্রকাশিতঃ ১২ জুন ২০১৭ | ২:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম : নগরীর মইজ্জারটেক এলাকা থেকে রোববার রাতে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গ্রেফতার হওয়া মো. আইয়ুব নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার মো: হাবিবুল্লার পুত্র বলে পুলিশ জানিয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম পিপিএম একুশে পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন জাহেদ মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল বলে জানায়।

গ্রেপ্তারকৃত আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।