চট্টগ্রাম: গ্রেফতারের পর জামিনে বের হয়ে বার বার অপরাধে জড়িয়ে পড়া পারভেজ ওরফে বিপ্লব (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হাজীর পুল থেকে গ্রেফতারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার পারভেজ ওরফে বিপ্লব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সিংহরিয়া সর্দারপাড়ার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ জুন অক্সিজেন এলাকার একটি ব্যাংক থেকে এক লাখ ৯৯ হাজার টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন কোয়ালিটি ফ্যাশনের কর্মকর্তা রুবেল। পথিমধ্যে স্টারশিপ গলির সামনে দুজন ছিনতাইকারী ছুরির ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে রুবেল চিৎকার দিলে স্থানীয়রা এসে চাকুসহ জয়নন্দী নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে।
এরপর ৬ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন জয়নন্দী। ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে এই ঘটনায় জড়িত দুই সহযোগীর নাম বলেন তিনি। সে মোতাবেক অভিযান চালিয়ে ছিনতাইয়ের এক লাখ ৫৫ হাজার ৫০০ টাকাসহ রাজুকে গ্রেফতার করা হয়। আদালতে জয়নন্দি স্বীকারোক্তিতে বিপ্লবের দেওয়া তথ্য ও নির্দেশনায় ছিনতাই করেছে বলে জানায়। ওই তথ্যের ওপর ভিত্তি করে বিপ্লবকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে গুন্নু মিয়া নামে এক ব্যক্তিকে খুন করতে যায় বিপ্লব। খবর পেয়ে বিপ্লবকে অস্ত্র ও হাতবোমাসহ গ্রেফতার করেছিল পুলিশ। এরপর জামিনে বের হয়ে আসার পর সোনা চোরাচালান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ার পাশাপাশি কয়েকবার গ্রেফতারও হয় সে।
তিনি আরও বলেন, ৫ জুনের ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে বিপ্লবকে রোববার আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।