চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানার টোল রোড এলাকায় প্রাইভেট কার উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- আকতার বিন জামান ওরফে ইরশাদ (২৮), জাওয়াদ বিন জামান ওরফে জিয়াদ (২২) ও তাদের ফুফাত ভাই মো. সাদমান আলম (১৯)। ইরশাদ ও জিয়াদ যুক্তরাষ্ট্র প্রবাসী। সাদমান চট্টগ্রাম পাবলিক কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।