৮০০ ইয়াবা উদ্ধারের মামলায় ৬ বছর কারাদণ্ড

চট্টগ্রাম: ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মো. রফিক নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রফিক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। বর্তমানে পলাতক আছেন তিনি।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন জানান, ২০১৬ সালের ৫ জুন নগরীর শাহ আমানত সেতু এলাকায় থেকে ৮০০ পিস ইয়াবাসহ রফিককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এক মাস পর ৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত কর্মকর্তা। ওই বছরের ২৭ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে রফিককে আরও এক মাস কারাভোগ করতে হবে।