চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির ২০১৬- এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিক রাহাত (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক হিসেবে আসহাবুর রহমান শোয়েব (জনকন্ঠ) নির্বাচিত হয়েছেন।
বৃহষ্পতিবার দুপুরে সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এর আগে প্রক্টর কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সমিতির ২৮ সদস্যের মধ্যে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার ও সহকারী প্রক্টর হেলাল উদ্দিন জানান, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাতটি পদের মধ্যে তিনটি পদে প্রতিদ্বন্দ্বীতা হয়। আর বাকি চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও নির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি পদে এম এ কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে হাসান তারেক, অর্থ সম্পাদক পদে জমির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ জুয়েল এবং নির্বাহী সদস্য পদে ফাহিম হাসান।