সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

| প্রকাশিতঃ ২ জুন ২০১৬ | ১০:৫১ পূর্বাহ্ন

ctgলোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি ইটভাটায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ার পিবিএম ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত মোঃ মহিউদ্দিন (৩০) লোহাগাড়ার পদুয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মোঃ শাহজাহান জানান, ইটভাটার এক শ্রমিকের একটি মোবাইল ফোন চুরি হয়। মহিউদ্দিন সেটি চুরি করেছে অভিযোগ তুলে তাকে পিটুনি দেয় ইটভাটার শ্রমিকরা। এতে মারা যায় মহিউদ্দিন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ওই ইটভাটার ১৪ জন শ্রমিককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।