সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

| প্রকাশিতঃ ২ জুন ২০১৬ | ৫:৫০ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার বিল্লাপাড়া এলাকায় ট্রাক ও টেম্পুর সংঘর্ষে রনি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, ট্রাক ও টেম্পুর সংঘর্ষে আহত রনিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হয়ে শহর আলী ও সাগর নামে আরও দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।