সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চসিকের কর্মকর্তা সেজে হুইচ মেশিন চুরি, আটক ২

প্রকাশিতঃ ৯ জুন ২০১৭ | ৬:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত কোটি টাকা দামের হুইচ মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে দুজন চোর। চসিকের কর্মকর্তা সেজে ক্রেন ও ট্রাক ভাড়া করে হুইচ মেশিনটি তুলে নিয়ে যাচ্ছিল তারা। শুক্রবার সকালে সাগরিকা বাদশা স্কেলের কাছে সড়ক থেকে হুইচ মেশিনটি উদ্ধারের পাশাপাশি দুই চোরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বোয়ালখালীর সৈয়দপুরের মৃত নুরুল ইসলামের ছেলে এসএম আয়াজ (৪৭) ও খাগড়াছড়ির মাটিরাঙার আহমদ জামালের ছেলে মো. রাশেদ (২৬)।

চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, শুক্রবার ভোররাতে নগরীর চকবাজার ধনিয়ার পুল থেকে হুইচ মেশিন চুরি করে নিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আমি চারদিকে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারি সাগরিকা বাদশা স্কেলের কাছে হুইচ মেশিন আছে।

তিনি বলেন, এরপর সেখানে গেলে গাড়িচালক ও ক্রেন অপারেটর জানিয়েছেন ওয়াকিটকি সেটের মতো মোবাইল দেখিয়ে চোরেরা চসিকের কর্মকর্তা সেজে তাদেরকে ভাড়া করেছিল। আনসারের সহায়তায় আটক দুই চোরকে চকবাজার থানায় সোপর্দ করা হয়েছে।