চট্টগ্রামে ১৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: চট্টগ্রামে চোরাইপথে আনা ১৩০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ভুজপুর থানাধীন বালুটিলা বাজারের দক্ষিণ পাশ থেকে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়।

গ্রেফতার মো. জাকির হোসেন (১৯) ভুজপুর থানার হেকু বাজার ঝিলতলি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. আমিরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুটিলা বাজারের দক্ষিণ পাশে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে র‌্যাব। সেখান থেকে ১৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর ট্রাকে থাকা জাকিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুজপুর থানায় মামলা হয়েছে।