সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

স্কুল মাঠ বাঁচাতে আন্দোলন

| প্রকাশিতঃ ১ জুন ২০১৬ | ৮:৫৭ অপরাহ্ন

Screenshot_3চট্টগ্রাম: সাতকানিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের সোনাকানিয়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও স্কুল শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

১৮৮৫ সালে প্রতিষ্ঠিত স্কুলটি ৩৩ শতক জায়গার উপর স্থাপন করার কথা থাকলেও স্কুলের জায়গা আছে ১২ শতক। বাকী জায়গা স্থানীয় কিছু মানুষ ভোগ করে আসছে। স্কুলের সামনে মাঠটি দীর্ঘ দিন স্কুলের শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। দুই দিন আগে হঠাৎ করে স্থানীয় কিছু দালাল চত্রু ইটের দেওয়াল দেয়া শুরু করে।

স্কুলের সামনে দেওয়াল দেয়ার বিধান না থাকার শর্তে জোর করে দেওয়াল দিয়ে দেই। বিষয়টি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি নিজে এসে দেওয়াল ভাঙ্গার নির্দেশ দেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিলী চৌধুরী।

মানবন্ধনে বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, স্কুল মাঠে কিছুতেই ইটের দেওয়াল দিতে দেয়া হবেনা। প্রয়োজনে রক্ত ঝড়বে।

স্কুল কমিটির সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, কিছু দালাল চত্রু মাঠটি দখল করার চেষ্টা করছে। আমরা বিষয়টি স্থানীয়ভাভে মীমাংসা করার চেষ্টা করছি। কিন্তু তারা মীমাংসা করতে রাজী হচ্ছে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, স্থানীয় বাসিন্দা,ছাত্রনেতা, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা।