চট্টগ্রাম বন্দরে ৭ ঘন্টা পণ্য খালাস বন্ধ

চট্টগ্রাম: কাস্টম সার্ভারে ত্রুটির কারণে চট্টগ্রাম বন্দরে প্রায় সাত ঘন্টা পণ্য খালাস বন্ধ ছিল। এতে বন্দরের অভ্যন্তরে ও গেইটের বাইরে পণ্য নিতে আসা বিপুল সংখ্যক ট্রাক-কাভার্ডভ্যানের জট তৈরি হয়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, বুধবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সার্ভার কোন কাজ করেনি। ফলে পণ্যের অ্যাসেসমেন্ট করা সম্ভব হয়নি। যার কারণে বন্দরের ভেতরে এবং বাইরে ট্রাক ও কাভার্ডভ্যানের জট তৈরি হয়।

তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সার্ভারে কয়েকদিন পরপর ত্রুটি দেখা দিচ্ছে। এতে সময়মতো পণ্য খালাস দেওয়া সম্ভব হয় না। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।