রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আউটার স্টেডিয়ামে সুইমিংপুলে নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

প্রকাশিতঃ ৮ জুন ২০১৭ | ৬:০০ অপরাহ্ন

ঢাকা: চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আউটার স্টেডিয়াম সংরক্ষণে কেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল জারি করে এ আদেশ দেয়।

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের খোলা স্থান ও খেলার মাঠের বৈশিষ্ট্য পরিবর্তন করে সুইমিংপুল নির্মাণকে চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করেছিলেন আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ।

চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, ক্রীড়া সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রাম ডিসি, এসপি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।