চট্টগ্রাম: রমজানের ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন দুই ব্যক্তি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও একই উপজেলার কুলালপাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ প্রকাশ মাহবুব (৫৫)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে ইয়াবাগুলো পাচারের জন্য তারা ভোরের সময়কে বেছে নেয়। কারণ রমজানের দিন হওয়ায় ভোরে অনেকেই ঘুমান। গ্রেফতার একজনের চেহারা ও বেশভূষা দেখে মনেই হবে না, সে ইয়াবা পাচার করছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি, মাথায় টুপি।
তিনি আরও বলেন, নতুন পাড়া এলাকায় ব্যাগ নিয়ে অবস্থান করার সময় তাদের তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। গ্রেফতার মাদক বিক্রেতাদের জিজ্ঞাসাবাদে আরও তিনজন ইয়াবা বিক্রেতার নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।