বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জমির হোসেন (২৫) জালিয়াঘাটা পাইরাং এলাকার মৃত নসু মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই মো. বেলাল জানান, তারাবির নামাজ পড়ে এক সাথে বাড়িতে ভাত খাচ্ছিলাম আমরা। এসময় জমিরের মোবাইল ফোন বেজে উঠে। কল ধরে আমি আসতেছি বলার পর খাবার শেষ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। আধ ঘন্টা পর এক ছেলে বাড়িতে দৌড়ে এসে বলে জমিরকে মেরে ফেলছে। সাথে সাথে আমরা দৌড়ে গিয়ে দেখি জমিরকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তাররা মৃত্যু হয়েছে বলে জানায়।

বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত ডা. তুষিত বড়–য়া বলেন, জমিরের শরীরের বাম পার্শ্বে বুকের নিচে ছুরির আঘাত এবং ডান হাতের বিভিন্ন অংশে ও গাড়ে কামড়ের চিহ্ন রয়েছে। ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।