চট্টগ্রাম : সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরে নারী সমাবেশের উপর বিজিবি-পুলিশের হামলা ও ২৫ জন নারী কর্মীকে গ্রেপ্তার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর নন্দনকানন ডিসি হিল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
যুবনেতা সুকৃতি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সাধারণ সম্পাদক রূপন চাকমা, হিল উইমেন্স ফাডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মিনাকী চাকমা। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা।
বক্তারা বলেন, কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদর স্বনির্ভর এলাকায় নারীদের এক শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে লাঠিচার্জ এবং ২৫ জন নারীকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যান। একটি গণতান্ত্রিক দেশে মিছিল মিটিংয়ের উপর হামলা একটি সভ্য দেশে শোভ পায় না। পাবর্ত্য চট্টগ্রামে নারীরা আজ কোথাও নিরাপদ নয়। মাঠে-ঘাটে স্কুল-কলেজে মিটিং মিছিল ও সমাবেশে তাদের নিরাপত্তা নেই।
সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ২৫ নারী কর্মীকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।