চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের ‘ক্যান্ডি’ রেস্তোরাঁ থেকে গত মঙ্গলবার ইফতার কিনেছিলেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার সকালে সেই রেস্তোরাঁয় অভিযানে গিয়ে পচা মাংসের হদিস পেলেন তিনি। এ অপরাধের দায়ে রেস্তোরাঁটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বলেন, ‘ক্যান্ডি’ রেস্তোরাঁটির জনপ্রিয়তা দেখে মঙ্গলবার ইফতার কিনেছিলাম। বুধবার ইফতার আইটেমে ব্যবহৃত উপাদানগুলোর মান যাচাই করতে রেস্তোরাঁর ডিপ ফ্রিজ খুলতেই পঁচা গন্ধ পাই। সেখানে ১০ কেজি পচা মাংস পাওয়া যায়।
তিনি আরও বলেন, কিমা বানানোর জন্য এ পচা মাংসগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এজন্য রেস্তোরাঁটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।