গল্প : রাজ্যের আতঙ্ক প্লাস্টিকের খেলনায়!

সঞ্জয় দেবনাথ : বকবককে পড়াতে এসে আতঙ্কিত। তাদের পাশের ঘরে শোরগোল। আশেপাশের সবাই জড়ো হয়েছে। তিনজন এসেছেন মোটা তিনটা লাঠি নিয়ে। বউ ঝিরা ভয়ে কাঁপছেন। কালো রঙের বিষধর এক জোড়া সাপ খাটের নীচে দেখা গেছে। সম্ভবত মিলনরত অবস্থায় আছে। সাপের মিলন দীর্ঘস্থায়ী হয়।

যে তিন যুবকের হাতে লাঠি, তারা কেউ সাহস পাচ্ছেন না বাড়ি মারতে সাপের মাথায়। একজন আরেকজনকে মারতে বলতেছেন। ষাটোর্ধ্ব এক বুড়ি তো ভয়ে অজ্ঞান হয়ে গেছেন। তার প্রেসারের সমস্যা আছে। তাকে মেডিকেল নেয়া হয়েছে। দুইজন অলরেডি কাঁপছেন সাপের ভয়ে। লাইট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক লোকটা বললেন “নিজের চোখে দেখলাম জোড়া সাপ! কালা কুচ কুইচ্চা। মারাত্মক বিষ। কামড় দিলে নিশ্চিত মরণ!”

কেউ সাহস করে সাপের কাছে যায় না। কালো জোড়া সাপের কথা দ্রুত ছড়িয়ে পড়লো। স্থানীয় সাংবাদিকরা ক্যামেরা নিয়ে হাজির হলেন। এক টিভি সাংবাদিক তো অলরেডি লাইভ প্রচার শুরু করে দিয়েছেন! সপ্ততিপর এক বৃদ্ধ বললেন মনিঅলা সাপ! সাপের মনি অনেক মূল্যবান। কোটি কোটি টাকা। আরেকজন বললেন প্রায়ই তিনি এ বাড়িতে জোড়া সাপ দেখেন। কালো রঙের, একেকটা ৫ হাত লম্বা! কথা বাড়তেই থাকলো।

দিনশেষে জানা গেল বকবকের প্লাস্টিকের খেলনা সাপ দুইটা পাশের বাসার পুচকে টুটু চুরি করে তাদের খাটের নীচে রেখেছিল!