চট্টগ্রাম: ১ আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে করপোরেশনের বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় বৈঠকে তিনি একথা জানান।
মেয়র আ জ ম নাছির বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ৪১টি ওয়ার্ডেই ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ করা হবে। এ কাজের জন্য দুই হাজার সেবক নিয়োগ দেওয়া হবে। এর ফলে বছরে ৩০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, কাজের সুবিধার্থে জ্বালানিসহ মোটরসাইকেল, আবর্জনা বহনের গাড়িসহ সব ধরনের ভেহিক্যাল ও সরঞ্জামাদি যথাসময় ও নিয়মে সরবরাহ করা হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা ধীরগতি বা অমনোযোগী বা দায়সারা লক্ষণ দেখা গেলে তার পরিণাম হবে কঠোর ও ভয়াবহ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ শফিকুল মান্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকী, পুল কর্মকর্তা সুদীপ বসাক, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।