সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রকাশিতঃ ৬ জুন ২০১৭ | ১০:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম : জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর দামপাড়াস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাসভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জহুর আহমদ চৌধুরীর পুত্র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইসহাক মিয়া, চট্টগ্রাম সিটি কর্পোরশনের ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দীন আহমদ মঞ্জু, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হক চৌধুরী বাবুল, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফর আলী, আওয়ামী কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ হান্নান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুদ্দিন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম মাসুম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক ছাত্র নেতা অধ্যাপক আলসাম হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু, মহানগর আওয়ামী লীগের সদস্য মাহবুবুল হক মিয়া, চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সহ সম্পাদক সেলিম উদ্দীন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল কবির মিন্টু, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় সহ সভাপতি সুরজিত দত্ত সৈকত, মুক্তিযোদ্ধা হাজী জাহাঙ্গীর চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য জাবেদ উদ্দীন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিক উল্লাহ বাহার, রাশেদুল আলম, জসিম উদ্দীন চৌধুরী, ফরিদ নেওয়াজ, মুজিবুর রহমান, শওকত আহমেদ মাসুম, মাঈনুদ্দিন চৌধুরী মিন্টু ,আমিনুল ইসলাম আমিন, আলী হোসাইন, মোহাম্মদ শামীম উদ্দীন, মোহাম্মদ আহাদ আলী, সরওয়ার মোরশেদ কচি, উত্তম বড়ুয়া, প্রণব দাশ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জহুর আহমদ চৌধুরীর অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জহুর আহমদ চৌধুরীর পরিবারের সদস্যরা দেশ ও মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।