চট্টগ্রাম : প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৬ জুন মঙ্গলবার বিকাল ৫ টায় জিইসি মোড়স্থ ওয়েল পার্কে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুচ ছালাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ওয়েল গ্রুপের এমডি সৈয়দ সিরাজুল ইসলাম কমু, সমিতির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহমদ চৌধুরী, এস.এম. মাহবুবুর রহমান, মো. মাহবুবুল আলম, মো. হারুনুর রশীদ ও মিসেস নাহিদ বানু, সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক এম. এন হুদা কুতুবী, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, এস.এম হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম ও অধ্যক্ষ আবু তালেব বেলাল।
এতে আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর, সহ-সভাপতি ইয়াসমিন বেগম, আলমগীর পারভেজ, সমাজসেবা সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি মো. আব্দুচ ছালাম বলেন, পবিত্র রমজান মাস মহান আল্লাহ তায়লার নিয়ামত। এ মাসেই পবিত্র কুরআন মাজীদ নাযিল হয়। যাতে মানবজাতি সত্য পথের সন্ধান লাভ করে। তিনি রমজানের শিক্ষার আলোকে সকলকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধান আলোচক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার বলেন, পবিত্র রমজান হলো ত্বাকওয়া অর্জনের মাস। আমাদেরকে তাকওয়া অর্জন ও কুরআন চর্চা এবং দারিদ্র্য বিমোচনে যাকাত প্রদানে আরো সক্রিয় হতে হবে। তিনি সবাইকে রমজানের প্রকৃত শিক্ষায় উজ্জ্বীবিত হওয়ার আহ্বান জানান।