চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় নেয়া হয়।
হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম বলেন, রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে হুজুরকে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে উনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ওনার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফও ঢাকায় এসেছেন।
প্রসঙ্গত গত ১৮ মে অসুস্থ হয়ে পড়লে আহমদ শফীকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে তাকে কয়েকদিন রাখা হয়। সেই থেকে ওই হাসপাতালেই ছিলেন আহমদ শফী।