সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা

প্রকাশিতঃ ৬ জুন ২০১৭ | ৭:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়েছে হকাররা। হামলায় এক কাউন্সিলরসহ পাঁচজন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ভারি স্থাপনা ভাঙার একটি গাড়ি (স্কিড স্টেয়ার লোডার)।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের উপর এ হামলার ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন।

জানা গেছে, অলংকার মোড়ে সড়কের একপাশে প্রায় দেড়শ ফুট নালার উপর নালার উপর স্ল্যাব বসিয়ে ব্যবসা করে আসছে হকাররা। হকারদের সরিয়ে নালা পরিষ্কারের কাজ করার উদ্যোগ নেয় চসিক। এরই অংশ হিসেবে ওই এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযানে যায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন। এরপর ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে হকারদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। হকারদের সরিয়ে চসিকের শ্রমিকরা কাজ শুরুর পর পুলিশসহ ম্যাজিস্ট্রেট অন্য স্থানে চলে যান। এর কিছুক্ষণ পরই হামলা করে হকাররা। এতে চসিকের পাঁচকর্মী ও স্থানীয় কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম আহত হন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন বলেন, জলাবদ্ধতা থেকে স্থানীয় বাসিন্দাদের মুক্তি দিতে রাস্তার ওপর অবৈধ স্ল্যাবগুলো সরিয়ে নালা পরিষ্কারের কাজ শুরু করেছিলাম। এর আগে আমরা দোকানিদের বলেছি, তাদের তালিকা হচ্ছে। স্থাপনা সরিয়ে নালা পরিষ্কার করা হবে। পরে তালিকা অনুযায়ী হকাররা সেখানে বসতে পারবে। এরপরই কাজ শুরু করা হয়। পরে একদল লোক উত্তেজিত হয়ে হামলা করে। সরকারি কাজে বাধা দেয়।

তিনি আরও বলেন, হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি সরার পরপরই হামলা হয়েছে। মনে হচ্ছে স্থানীয় কাউন্সিলরের সাথে দ্বদ্ধ থেকে হকাররা এ হামলা করে থাকতে পারে। হামলায় পাঁচজন শ্রমিক ও কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম আহত হয়েছে।

স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম বলেন, আমার সাথে হকারদের দ্বন্দ্ব নেই। নির্বাচনে আমার বিরুদ্ধে প্রার্থী হওয়া মামুনই হকারদের উত্তেজিত করে ক্ষেপিয়ে তোলে। তার নেতৃত্বে হামলা হয়েছে। অভিযানে গিয়ে ঘটনাস্থল থেকে ম্যাজিস্ট্রেট অন্যত্র যাওয়ার সঙ্গে সঙ্গে ইট-পাটকেল ও লাটি নিয়ে শতাধিক হকার এ হামলা করে। হকারদের পাথর নিক্ষেপে নাকে আঘাত পেয়েছি। হকারদের হামলায় স্ল্যাব ভাঙার যন্ত্র (স্কিড স্টেয়ার লোডার) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আলাপ করে মামলা করা হবে।