চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ১২ কোয়ার্টার এলাকার আলী মিস্ত্রি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল নোয়াখালীর মতিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা বলেন, দোকান থেকে বাসায় ফেরার পথে সড়কে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় সোহেল। রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে আনা হলে আধঘণ্টা পরই তার মৃত্যু হয়।