সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার হত্যাকারী গ্রেফতার

প্রকাশিতঃ ৬ জুন ২০১৭ | ৫:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: ২১ বছর আগে চট্টগ্রাম নগরীর মোমিন রোডের দস্তগীর হোটেলের সামনে ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হক হত্যার আসামি আবদুল কুদ্দুসকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল আবাসিক থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ১৯৯৬ সালে ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হক হত্যাকান্ডের আসামি কুদ্দুস বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। লক্ষ্মীপুরের কুদ্দুস তখন দস্তগীর হোটেলের রুটি তৈরির কারিগর ছিলেন। ওই হোটেলের সামনেই ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছিল।

তিনি আরও বলেন, ঘটনার পর কুদ্দুস গ্রেফতার হয়ে কারাগারে যায়। তবে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায় সে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি ডাকাতি মামলাও রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।