চট্টগ্রাম: চট্টগ্রামে মহেশখালের মাটি ও আবর্জনা দ্রুতগতিতে অপসারনের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। একই সাথে বিমানবন্দর সড়কের ব্রিজ দ্রুত নির্মাণ করার তাগিদ দেন তিনি।
মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরে অনুষ্ঠিত বিভাগীয় ও শাখা প্রধানদের সভায় এ তাগিদ দেন তিনি।
সভা সূত্র জানায়, দরপত্র আহবানের পর কার্যাদেশ প্রাপ্ত সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করার উপর জোর দেন ভারপ্রাপ্ত মেয়র। খাল ও নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম গতিশীল করা, বিমানবন্দর সড়কে নির্মাণাধিন ব্রিজের নির্মাণকাজ শেষ করা এবং ব্রিজের নিচের সকল মাটি উত্তোলন করার নির্দেশ প্রদান করা হয়। সভায় মহেশখালের মাটি ও আবর্জনা উত্তোলন ও অপসারন কাজ তরান্বিত করার উপর জোর দেয়া হয়। যে সকল খালে সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া ব্যক্তি উদ্যোগে ব্রিজ বা বেইলী ব্রিজ নির্মিত হয়েছে, সেগুলো জলাবদ্ধতা সৃষ্টির কারন হিসেবে দেখা দিয়েছে, সে সকল অনুমোদনহীন ব্রিজ সমূহ চিহ্নিত করে সরানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়।
সমন্বয় সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মো. আনোয়ার হোছাইন, আবু ছালেহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।