চট্টগ্রাম: সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সেইফ লাইন পরিবহনের এক যাত্রী নিহত ও আহত হয়েছে আরো ৭ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুন্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সিরাজুল হক (৬৫) সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারিটোলা এলাকার বাসিন্দা মোঃ সোলাইমান এর ছেলে।
সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কৃষ্ণ প্রাসাদ জানান, চট্টগ্রাম নগরের অলংকার মূখী সেইফ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় অতিক্রম করছিল। এসময় একই মূখি একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সেইফ লাইন পরিবহনের ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হয়।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ গ্রামের মোঃ নুরুল আলম (১৮), মুরাদপুর ইউনিয়নের রমজান আলী (২২) এমরান হোসেন (১৭), বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার কামরুল হাসান (২৫), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মোঃ শাহাজান (৫৫) ও একই জেলার সেনবাগ থানার আবুল কাসেম (৫৫)।
এদিকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আইভি জানান, আহত ৮ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। অপর ৪ জনের অবস্থা আংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চমেকে প্রেরণ করা হয়েছে।
এদিকে চমেকে দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, গুরুত্বর আহতদের মধ্যে মোঃ সিরাজুল হক নামের এক ব্যাক্তি মারা গেছেন।