সীতাকুন্ডে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ঘোড়ামারা এলাকা থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ মোঃ হাফেজ আহাম্মদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে একটি বাসে তল্লাশি চালিয়ে হাইওয়ে পুলিশ এসব ইয়াবা উদ্ধার করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ ছালেহ আহাম্মদ পাঠান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড সোনাইছড়ি ইউরিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন ঘোড়ামরা সোনা মিয়া ড্রাইভারের বাড়ির সামনে ঢাকামূখি একটি শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে হাফেজ আহাম্মদের কাছ থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। আটককৃত ব্যক্তি কক্সবাজার পৌরসভাস্থ টেকপাড়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ এর ছেলে।