চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাটে তাজউদ্দিন বাবু (২০) নামে এক যুবককে খুনের দায়ে সৌমিত্র বড়–য়া বাবু নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাজিম উদ্দিন ওরফে সুজনকে বেকসুর খালাস দিয়েছেন।
বুধবার চট্টগ্রামের চতুর্থ মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত সৌমিত্র বড়–য়া বাবু বর্তমানে কারাগারে আছেন। আর খালাস পাওয়া নাজিম উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। অন্যদিকে খুনের শিকার তাজউদ্দিন বাবু রিয়াজউদ্দিন বাজারের তামাকমুন্ডি লেইনে ইকবাল স্টোর নামে একটি দোকানে চাকরি করতেন। সৌমিত্র বড়–য়া ও নাজিম উদ্দিন তার পূর্বপরিচিত ছিলেন।
চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী জানান, ২০০৫ সালের ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে চাকুরি দেয়ার কথা বলে তাজউদ্দিনকে সদরঘাটের একটি বাড়িতে ডেকে নিয়ে যায় সৌমিত্র ও নাজিম। এরপর তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাজউদ্দিনের গলায় জখম করে মেরে ফেলে সৌমিত্র। পরে জানা গেছে তাজউদ্দিন বাবুর ছোট বোন সৌমিত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
এতে বাধা হয়ে দাঁড়ানোর কারণে তাজউদ্দিন বাবুকে খুন করা হয়। ঘটনার দিন রাতেই তাজউদ্দিনের বড় ভাই জাহাঙ্গীর বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা করে। ২০০৫ সালের ১০ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৬ সালের ৪ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।