চট্টগ্রাম: চট্টগ্রামে নতুন আদালত ভবনের দ্বিতীয় তলার পূর্বপাশের মহানগর আদালতের মালখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মালখানায় আলামত হিসেবে রাখা মোবিল ও অকটেনের ছোট কোটায় আগুন দেখা যায়। এসময় পুলিশ ও আদালতের কর্মচারীরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই ফায়ার আগুন নেভানো হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।