চট্টগ্রাম: পবিত্র রমজান মাসে চট্টগ্রাম নগরীতে বাজার মনিটরিংয়ে ১০টি টিম থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম জেলায় ১২জন ম্যাজিস্ট্রেট নতুনভাবে যোগদান করছে। আগে ম্যাজিস্ট্রেট সংকট থাকার কারণে মোবাইল কোর্টের অভিযান কম ছিল। কিন্তু এবার এলাকাভিত্তিক পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। বাজার দর নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের নেতৃত্ত্বে ১০টি মনিটরিং টিম থাকবে। তারা পুরো রমজান মাস বাজার মনিটরিং করবে। দ্রব্যমূল্য বাড়িয়ে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে তাদের ছাড় নেই।
এদিকে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেছেন, বেঁধে দেওয়া দরে তারা ছোলা পাচ্ছেন না। মূল্য বৃদ্ধি ঠেকাতে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা জরুরী। অন্যথায় ছোলাসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরা যাবেনা।
সভায় কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, খাতুনগঞ্জে ৭৫ টাকায় ছোলা বিক্রির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা সবচেয়ে নি¤œমানের ছোলাও ৭৬ টাকায় কিনতে পাইনি। ২ হাজার ৮২০ টাকা থেকে ৩ হাজার ৩২০ টাকায় প্রতিমণ ছোলা বিক্রি হচ্ছে। ৩০ টাকা গাড়ি ভাড়া, ১০ টাকা ধোলাই খরচ, লাভ মিলে কত টাকায় বিক্রি করবো।
কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ চৌধুরী বলেন, ভেজাল নকল ঘিতে বাজার সয়লাব হয়ে গেছে। এতে ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছে।
ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, অনেক সভা হয়েছে। কিন্তু বাজার অস্থিতিশীল রয়ে গেছে। কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রামের ৩১টি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।