চট্টগ্রাম: বিভিন্ন অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।
সোমবার সকালে ডবলমুরিং থানার সামনে মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, নিজেরা অপরাধমুক্ত থাকুন। অপরাধের তথ্য দিয়ে অপরাধীকে ধরতে সহযোগিতা করুন। শুধুমাত্র পুলিশ দিয়েই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় বিধায় কমিউনিটি পুলিশিংয়ের সৃষ্টি। কমিউনিটি পুলিশিংয়ের সাথে সম্পৃক্ত সবার প্রতি দাবি থাকবে, নিজের এলাকাকে অপরাধমুক্ত করতে এগিয়ে আসুন।
কমিউনিটি পুলিশের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহীদ সিরাজ স্বপনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক ও অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান প্রমুখ।