ঢাকা: চলতি মাস থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে ১ জনু থেকে দুই চুলার জন্য ৯৫০ টাকা এবং এক চুলার জন্য ৯০০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বহাল থাকলো।