চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি আবাসিক হোটেল থেকে আজিম চৌধুরী (৫৫) নামে এক পরিবহন নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর রাত তিনটার দিকে কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকার হোটেল টিউলিপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজিম চৌধুরী আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ আসায় কর্মচারীরা থানায় খবর দেয়। এরপর হোটেল থেকে তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।