নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম কোনো বাঙালি নারীর বিয়ে হলো। কনে বাংলাদেশি আর্টিস্ট নাহিন আক্তার আর বর নিউজিল্যান্ডের অধিবাসী ড. বেনজামিন স্কট কিংসবিউরি। ভালোবাসে বিয়ে করলেন তারা। ধর্ম-জাত রীতি, সংস্কৃতি ছাপিয়ে ভালোবাসার চূড়ান্ত মোহনায় মিলিয়ে গেলেন, বাঁধলেন চির গাঁটছড়া।
নিউজিল্যান্ডের রীতি অনুযায়ী শনিবার (৩ জুন) দুপুরে ওয়াইমিয়া ওয়েস্ট নেলসনের সেন্ট পিটার এন্ড পল চার্চে ব্যতিক্রমি এ বিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যদিয়ে নিউজিল্যান্ডবাসী দেখলো বাঙালি বধূকে তাদের ঘরে বরণের অন্যরকম দৃশ্য। বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই অতিথিদের সামনে নবদম্পতি চিত্রায়িত হয়েছেন নানা ঢঙে, রঙে। সেই রঙের কিছু দৃশ্য একুশে পত্রিকা পাঠকদের জন্য।
>ছবি : বিডিফটো