চট্টগ্রাম: চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের পৃথক সাতটি মামলায় এক বীমা কর্মকর্তাকে মোট ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত রফিক আহমেদ জীবন বীমা করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেলস)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, গ্রাহকের মোট ছয় লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে আত্মসাত করেন বীমা কর্মকর্তা রফিক আহমেদ। ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সাতজন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাতটি মামলা করেন।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণ হওয়ায় রফিকের পাঁচটি মামলার প্রত্যেকটিতে তিন বছর করে ১৫ বছর এবং দুটি মামলার এক বছর করে দুই বছর কারাদন্ড হয়েছে। রফিককে মোট ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।