খুলশী ক্লাবের ইফতার মাহফিলে সর্বোচ্চ আত্মশুদ্ধির প্রত্যয়

চট্টগ্রাম : পবিত্র মাহে রমজানে আমরা নিজেদেরকে আল্লাহর যাবতীয় দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাব। মানুষের দুঃখ লাগবে নিজ নিজ সাধ্য অনুযায়ী এগিয়ে আসব। রমজানের আত্মশুদ্ধির শিক্ষা কাজে লাগিয়ে সঠিক যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্যতা দূরীকরণে ভূমিকা রাখবো’-এই প্রত্যয়ের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো খুলশী ক্লাবের ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

শনিবার বিকেলে খুলশী ক্লাব লিঃ এর উদ্যোগে ক্লাব মিলনায়তনে আলহাজ্ব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ্ব আহমদুল হক, খুলশী ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক ডা. এম এ করিম, সহ-সভাপতি মর্তুজা আলী, সহ-সভাপতি সাজ্জাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এড. এম.এ বারী, অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদির, প্রেস এন্ড মিডিয়া সম্পাদক হাসান আকবর, স্বাস্থ্য সম্পাদক ডাঃ শংকর কুমার ঘোষ, ক্রীড়া সম্পাদক আনিসুল আলম, ক্লাবের সদস্য রফিকুল ইসলাম, শওকত আলী তালুকদার, মুহাম্মদ নজরুল ইসলাম, আনিস উল আলম, প্রকৌশলী আব্দুল মান্নান খান, সাইফুদ্দিন খালেদ সেলিম, মুহাম্মদ ফজলুর রহমান পারভেজ, সৈয়্যদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির, মুহাম্মদ মেজবাহ উদ্দিন, মুহাম্মদ আনোয়ার হোসেন, এড. আব্দুল ওয়াহাব, প্রকৌশলী আব্দুল বাকি, প্রকৌশলী সাইফুদ্দিন খালেদ, মুহাম্মদ ফিরোজ উদ্দিন, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ শাহ নেওয়াজ, মুহাম্মদ ইউসুপ, নুর হোসেন চৌধুরী, লিটন চৌধুরী, নাছির উদ্দিন, এস.এম সাইফুর রহমান মজুমদার, আহমদ ইমরানুল আজিজ, আসিফ ইকবাল প্রমুখ।

সভায় প্রধান আলোচক বলেন, মাহে রমজান মানুষকে আত্মসংযম এবং আত্মশুদ্ধি হতে প্রেরণা জোগায়। ইসলাম মানবতার শ্রেষ্ঠ পথ প্রদর্শক হিসেবে যুগে যুগে মানুষকে সত্যের পথ দেখিয়েছে। ইসলাম মানবতা তথা শান্তি প্রতিষ্ঠায় মানুষের কল্যাণে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।