চট্টগ্রামে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: চট্টগ্রামে ১৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার বলেন, পণ্যের মূল্য, পরিমাণ, উৎপাদন তারিখ ইত্যাদি উল্লেখ না করে চা বিক্রির অভিযোগে বহদ্দারহাট এলাকার কামাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে আরো ৭টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বলেন, মেয়াদ উত্তীর্ণ ঘি রাখার অপরাধে চাকতাইয়ের জিলানী স্টোরকে ৩০ হাজার টাকা ও অতিরিক্ত দামে ছোলা বিক্রির দায়ে কাজীর দেউরি বাজারের নাসির এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় আরো চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, কর্ণেল হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করে।