সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পায় পায় হিসাব করে গুম খুনের বদলা নেবে জামায়াত

প্রকাশিতঃ ৩ জুন ২০১৭ | ৬:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম : আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শত শত জামায়াত শিবিরের নেতা কর্মীকে খুন, গুম ও রিমান্ডের নামে নির্যাতন করে হত্যা করেছে। যাদেরকে এভাবে হত্যা করেছে তাদের হিসাব পায় পায় করে নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত। এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত নেতা আহমদ ছফা হত্যারও বদলা নেয়া হবে বলে জানান জামায়াত নেতারা।

পুলিশী হেফাজতে জামায়াত নেতা ও ব্যবসায়ী আহমদ ছাফা মৃত্যুর ঘটনায় তিন দিনের কর্মসূচির শেষ দিন শনিবার বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা এই হুঁশিয়ারি দেন। এসময় আহমদ ছাফার খুনী পুলিশদের বিচার দাবি করেন তারা।

সমাবেশে চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেন, জামায়াতের নেতা আহমদ ছাফাকে পুলিশ রিমান্ডের নামে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ড কখনো মেনে নেয়ার মতো নয়। এভাবে সারাদেশে পুলিশ পরিকল্পিতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদেরকে হত্যা, গুম ও খুনের মাধ্যমে এদেশ থেকে ইসলামী আন্দোলনকে নস্যাৎ করে দিতে চায়।

তিনি বলেন, গুম, খুন, হত্যার মাধ্যমে কখনো ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বরং এসব শহীদের রক্তের সিঁড়ি বেয়ে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। যারা এভাবে জামায়াত নেতা কর্মীদের হত্যা করছে তাদেরকে বিচার একদিন এ বাংলার জমিনেই হবে। তিনি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর শিবির নেতা সরওয়ার কামাল সিকদার, মহানগর কর্মপরিষদ সদস্য এম এ আলম চৌধুরী, আবু নোমান, ইলিয়াছ মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর পক্ষে একুশে পত্রিকার মেইলে জনৈক আবু হামিদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার কখন, কোথায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার উল্লেখ নেই।