সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তিন হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশিতঃ ৩ জুন ২০১৭ | ৩:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৪২) নামে মিয়ানমারের এক নাগরিককে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টাল অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন হোসেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে হোসেন সরাসরি ঢাকা না গিয়ে বায়েজিদ এলাকা থেকে বাসে করে ঢাকা যাওয়ার জন্য এসেছিলেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের পকেটে ৩ হাজার ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন জানিয়েছে, উখিয়ার আইখালীর ইউসুফ নামে এক ব্যক্তি তাকে ইয়াবাগুলো পাচার করার জন্য দিয়েছেন।