তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাময়িকভাবে টুইটার কেনা স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও অন্যতম সেরা প্রযুক্তিবিদ ইলন মাস্ক।
এক টুইট বার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন ইলন মাস্ক।
টু্ইট বার্তায় ইলন মাস্ক বলেন, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে- টু্ইটারের এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত থাকবে। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি করেছিলেন এই ধনকুবের।
টুইটার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।