চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনু্ষ্টিত এ আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার।
ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ আনিস (রহ:) জামে মসজিদের খতিব মাওলানা মো. জামাল উদ্দিন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফলি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য জিয়া উদ্দিন বাবলু, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টচার্য, পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, পিডিবি’র চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলি প্রবীর কুমার সেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদুল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক, সম্পাদক হাসান ফেরদৌস, বিএনএ’র সম্পাদক ও প্রেস ক্লাবের দাতা সদস্য মিজানুর রহমান মজুমদার, প্রেস ক্লাবের জীবন সদস্য রাশেদুল আলম মামুন, হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, এমদাদুল ইসলাম, অনুপ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম সকলেই পালন করেন। কিন্তু আমরা কেউই সাম্প্রদায়িক নই। এ রমজানের ইফতারে যেমন সকলে একসাথে সামিল হই তেমনি ঈদেও সকলে মিলেমিশে পালন কওে থাকি। সকল উৎসবে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলে একত্রিত হয়েই অংশ নিই। এটিই অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনা। রমজান যেভাবে শান্তিপূর্ণভাবে পালন করছি সেভাবে ঈদও শান্তিপূর্ণভাবে পালন করেন এ প্রত্যাশা করেন সকলেই।
এছাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক চৌধুরী পরিদ, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, আপ্যায়ণ ও সমাজসেবা সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী-অস্থায়ী সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং কর্মরত সাংবাদিকরা অংশ নেন।