কক্সবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটি

কক্সবাজার প্রতিনিধি : জেলায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে ৩ ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটি। শুক্রবার সকালে শহরের ১নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে গ্রুপে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

এই গ্রুপটি ত্রাণ বিতরণ করতে টেকনাফ গেছেন। সঙ্গে রয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, জেলা প্রশাসক মো. আলী হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া, আওয়ামী লীগ নেতা শাহ আলম (রাজা), নাজনিন সরওয়ার কাবেরী প্রমুখ।

এদিকে, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি গ্রুপ গেছেন কুতুবদিয়ায়। এই গ্রুপে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

অন্যদিকে, কেন্দ্রীয় আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুবির রায় নন্দীর নেতৃত্বে ত্রাণ কমিটির অন্য সদস্যরা গেলেন চকরিয়া-পেকুয়ার ক্ষতিগ্রস্ত এলাকায়।

এসব টিম ক্ষতিগ্রস্তদের কথা শুনবেন এবং সেখানে ত্রাণ বিতরণ করবেন। জেলা আওয়ামী লীগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় ত্রাণ কমিটি বৃহষ্পতিবার বিকেলে কক্সবাজার পৌঁছেন। প্রথমে তারা সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার সকালে শহরের ১নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়।