মোর্শেদ নয়ন : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আহ্সান উদ্দিন মুরাদ।
বৃহস্পতিবার বৃষ্টিবাদল উপেক্ষা করে কর্দমাক্ত পথ হেঁটে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দেয়া বিভিন্ন উন্নয়নপ্রকল্প পরিদর্শন করেন নবগঠিত কর্ণফুলী উপজেলার নবনিযুক্ত ইউএনও মোঃ আহ্সান উদ্দিন মুরাদ।
কর্ণফুলীর জুলধা-ডাঙ্গারচরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রত্যেকটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন তিনি। এসময় কৃষক, শ্রমিক, ড্রাইভার থেকে শুরু করে সকল শ্রেণীপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রকল্প ছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয়দের কথা বলেন ইউএনও মোঃ আহ্সান উদ্দিন মুরাদ।
তিনি বলেন, এক প্রকল্পের বরাদ্দকৃত অর্থ অন্য প্রকল্পে সমন্বয় যাতে করা না যায় সেজন্য প্রকল্প বাস্তবায়নের পূর্বে সরেজমিনে পরিদর্শন করছি। তিনি বলেন, প্রকল্প নিয়ে কোনো ধরনের নয়ছয় বরদাস্ত করা হবে না। সকল প্রকল্প জনসম্মুখে প্রচার করে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ সরকারের সাফল্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি প্রতিমন্ত্রী প্রদত্ত প্রকল্পগুলোর সর্বোচ্চ বাস্তবায়ন করে এর সুফল লাভে জনগণকে সম্পৃক্ত করা হবেও জানান তিনি।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঈদের পর কর্ণফুলীর গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে মতবিনিময় করা হবে। এলাকার সামগ্রিক উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল মহলের সহযোগিতা আশা করেন তিনি।
এর আগে সকালে প্রকল্পএলাকায় পরিদর্শনে গিয়ে ইউএনও দেখতে পান, মূল রাস্তা থেকে গাড়ি যাওয়ার ব্যবস্থা না থাকায় কর্দমাক্ত পথেই প্রকল্প এলাকায় যেতে হবে। তাছাাড়া দিনভর গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি। তাই স্থানীয় জনপ্রতিনিধিরা অন্য কোনো দিন প্রকল্প পরিদর্শন করতে ইউএনওকে অনুরোধ জানান।
ইউএনও কারো কথা না শুনে পায়ে হেঁটে প্রায় ৮শ’ ফুট কাচা রাস্তা ও কাঁদাপথ মাড়িয়ে প্রকল্পস্থল পরিদর্শন করেন। কাঁদাপথে ইউএনও’র আগমনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। তারাও স্বতঃস্ফূর্তভাবে ইউএনও’র সঙ্গে প্রকল্প এলাকায় ভিড় করেন।
এসময় উপস্থিত লোকজনকে এলাকার সৃজনশীল ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন এবং যে কোনো কাজে তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান ইউএনও।