চট্টগ্রাম: ৪ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ ফের চালু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে পাহাড়ি ঢলের পানিতে মিরসরাইয়ে রেল লাইন প্লাবিত হওয়ায় বিকেল ৪টা থেকে রেল যোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে পাহাড়ি ঢল নামে। এতে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। তবে তবে রাত ৮টার পর ট্রেন চালু হয়।ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস প্রথম মিরসরাইয়ের ওই অংশ পাড়ি দেয়।