সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাব-রেজিস্ট্রী অফিসের মোহরারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

প্রকাশিতঃ ১ জুন ২০১৭ | ৭:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও সাব-রেজিস্ট্রী অফিসের মোহরার মুহাম্মদ ইলিয়াছের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন মো. আলী নওশাদ নামের এক আইনজীবি। গত বুধবার এ নিয়ে জেলা রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী ওই আইনজীবি।

এতে উল্লেখ করা হয়, গত ২৯ মে দুপুর আড়াইটার দিকে গ্রহীতা ও দাতাকে নিয়ে ৩১ লাখ ২৬ হাজার টাকা মুল্যের একটি সাফ বিক্রয় দলিল আইনানুগভাবে রেজিষ্ট্রেশন করার জন্য মোহরার মুহাম্মদ ইলিয়াছের কাছে উপস্থাপন করি। এসময় আমার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করে ইলিয়াছ। আমি ঘুষ না দেওয়ায় উক্ত দলিল আমার মুখে ছুড়ে মারে সে। এসময় জেলা দলিল লেখক সমিতির সভাপতি এস এম আবুল কাশেমসহ অনেকে উপস্থিত ছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম শহরে ও হাটহাজারীতে বাড়ী ফ্লাট ও দোকানসহ স্থাবর-অস্থাবর অঢেল সম্পদের মালিক হয়েছেন উল্লেখ করে ইলিয়াছ আমাকে (আইনজীবি) এবং আমার পেশাকে তাচ্ছিল্য করেন সেদিন। ভবিষ্যতে কোন দলিল রেজিষ্ট্রেশনের জন্য উপস্থাপন করলে আলাদা দলিল মুল্যের ১শতাংশ হারে ঘুষের টাকা দিতে হবে বলে জানান ইলিয়াছ।

অভিযোগ প্রসঙ্গে মোহরার মুহাম্মদ ইলিয়াছ বলেন, এসব ভুয়া অভিযোগ। আপনি (প্রতিবেদক) আমার সাথে দেখা করুন, আমি বিস্তারিত জানাবো।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ বলেন, একজন বিজ্ঞ আইনজীবির সাথে মোহরার ইলিয়াছের নজীরবিহীন দৃষ্টতা ও বেয়াদবীর বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা রেজিস্ট্রারের কাছে অনুরোধ করেছি।

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার নাজমা ইয়াছমিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।