সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিতঃ ১ জুন ২০১৭ | ৭:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মিরসরাই চিনকি আস্তানা-মস্তাননগরের মাঝামাঝি স্থানে পাহাড়ি ঢলে একটি সেতু ধসে পড়েছে। এছাড়া রেললাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে পাহাড়ি ঢল নামে। এতে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। ফলে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনটি বার তাকিয়া স্টেশনে আটকা পড়েছে। এছাড়া বিকেল ৫টায় নির্ধারিত সময়ে চট্টগ্রাম ছাড়তে পারেনি সোনার বাংলা এক্সপ্রেস।

রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মো. আবদুল হাই বলেন, পাহাড়ি ঢল নামায় একটি সেতু ধ্বসে গেছে। এরমধ্যে রেললাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।