চট্টগ্রাম: টানা বৃষ্টিতে চট্টগ্রামের সীতাকুন্ডে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মাইকিং হয়।
সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, ‘পাহাড় ধ্বসে যাতে প্রাণহানি না হয় সেজন্য আমরা নানা উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীতাকুন্ড সদর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের এলাকা, মহাদেবপুর, চৌধুরী পাড়া, ভাটিয়ারী, লতিফপুর, জংগল লতিফপুর কুমিরা, জোরামতল, উত্তর সোনাইছড়ি, জংগল বাঁশবাড়িয়া ও উত্তর জংগল সোনাইছড়ি এলাকায় মাইকিং হয়েছে।’