সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে মো. হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার সকালে বাজালিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা দুই যুবক হলেন- আবুল কালাম (৩২) ও মনজুর (১৮)।

সাতকানিয়া থানার ওসি রফিকুল আলম বলেন, কয়েকদিন আগে বন্যহাতির পাল বাজালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। সকালে গ্রামবাসী বন্যাহাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে। এতে হাতির দল গ্রামবাসীর ওপর চড়াও হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হন।